বলিউডের বড় বাজেটের সিনেমাগুলো সুবিধা করতে পারছে না বক্স অফিসে। অধিকাংশ বড় বাজেটের সিনেমাই দর্শক ও সমালোচকদের মন জয় করতে পারছে না। এই প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী।
আসছে নওয়াজের নতুন ছবি ‘জগিরা সারা রা রা’। ছবিতে অভিনেতার বিপরীতে অভিনয় করেছেন নেহা শর্মা। ‘ক্রুক’ দিয়ে সফলভাবে ক্যারিয়ার শুরু করেছেন নেহা। কিন্তু এরপর একাধিক সিনেমা ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করেন নেহা ভালো সিনেমা নির্বাচন করতে পারছেন না। এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেছেন, ‘ভালো সিনেমা কাকে বলে ভারতে? হয়তো মানুষ বড় বাজেটের সিনেমাকে ভালো সিনেমা বলছে। কিন্তু সেগুলোই বা চলছে কোথায়? বড় বাজেটের সিনেমাগুলোই তো ইন্ডাস্ট্রির সুনাম ক্ষুণ্ণ করছে। মাঝে মাঝে ভয় লাগে যে সিনেমাই বন্ধ হয়ে না যায়।’
নওয়াজ আরও বলেন, ‘সিনেমা বড় কিংবা ছোট যাই হোক, অর্থবহ হতে হবে। বিষয়টি এমন নয় যে বড় বাজেটের সিনেমা পেলেই করে ফেলতে হবে। কিছু তো থাকতে হবে সিনেমায়। শুধু টাকার জন্য তো সিনেমা করা উচিত নয়। যেমন, বজরঙ্গি ভাইজান বড় বাজেটের ছবি ছিল, সিনেমাতেও অনেক কিছু ছিল।’
রোমান্টিক কমেডি ছবি ‘জগিরা সারা রা রা’। খ্যাতনামা লেখক গালিব আসাদ ভোপালির লেখা থেকে ছবিটি তৈরি করেছেন কুশান নন্দী। ‘জগিরা সারা রা রা’ মুক্তি পাবে ১২ মে।
সূত্র: হিন্দুস্তান টাইমস








