কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে হেরেছে পাকিস্তান। সিরিজে অভিষেক হওয়া হাসান নেওয়াজ দুটি ম্যাচেই শূন্য রানে ফিরেছিলেন। তৃতীয় ম্যাচে পেলেন রানের দেখা, রেকর্ডই করে বসলেন। তার রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে পাকিস্তান। কিউইদের হারিয়ে ২-১ ব্যবধানের সিরিজে টিকে রইল তারা।
অকল্যান্ডে আগে ব্যাটে নেমে ১৯.৫ ওভারে ২০৪ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে নেওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে ৪ ওভার হাতে রেখে ৯ উইকেটে জিতেছে পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড এটি। ২০২০ সালে নেপিয়ারে ১৭৪ রান তাড়া করে জিতেছিল পাকিস্তান।
৪৪ বলে সেঞ্চুরি করেছেন ২২ বর্ষী নেওয়াজ। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টুয়েন্টিতে দ্রুততম। আগের রেকর্ড ছিল বাবর আজমের। ২০২১ সালে সেঞ্চুরিয়নে সাউথ আফ্রিকার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন বাবর।
১০ চার ও ৭ ছক্কায় ৪৫ বলে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন নেওয়াজ। ফিফটি করেছেন সালমান আঘা। ৬ চার ও ২ ছক্কায় ৩১ বলে ৫১ রান করেন তিনি। ৪ চার ও ৪ ছক্কায় ২০ বলে ৪১ রান করেন মোহাম্মদ হারিস।
কিউইদের হয়ে একমাত্র উইকেটটি নেন জ্যাকব ডাফি।
এর আগে ব্যাটে নেমে ১১ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৯৪ রান করেন মার্ক চ্যাম্পম্যান। ১৮ বলে ৩১ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ৯ বলে ১৯ রানে আসে টিম সেইফার্টের ব্যাট থেকে।
পাকিস্তানের হয়ে হারিস রউফ তিনটি উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ ও আব্বাস আফ্রিদি নেন দুটি করে উইকেট।









