পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াই দায়ী বলে মনে করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তাই দেশটির ওপর আরও কঠিন নিষেধাজ্ঞা জারির প্রস্তুতি নিচ্ছে ইইউ। নাভালনির মৃত্যুকে রাশিয়ার দমননীতির আরেকটি উদাহরণ হিসেবেই দেখছে ইউরোপীয় দেশগুলোর জোট।
সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, গতকাল (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সোমবার ইইউ একটি বিবৃতি জারি করে বলেছে, নাভালনির অপ্রত্যাশিত মৃত্যু রাশিয়ার পরিকল্পিত দমননীতির আরেকটি উদাহরণ। রাশিয়ার রাজনৈতিক নেতৃত্ব ও কর্তৃপক্ষকে যাতে এর মূল্য দিতে হয়, সেজন্য ইইউ সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ-র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল বলেছেন, পুতিনের আমলে রাশিয়ার জেলে তাকে তিলে তিলে হত্যা করা হলো। এই ঘটনার জন্য কারা দায়ী, আমরা তাদের চিহ্নিত করব। এই কাজটা সহজ নয়। কারণ আমাদের রাশিয়ার দেওয়া তথ্যের ওপরই নির্ভর করতে হচ্ছে।
তবে কবে এই নিষেধাজ্ঞা জারি করা হবে তা জানাননি বরেল। এই নিষেধাজ্ঞার মধ্যে সম্পত্তি বাজেয়াপ্ত এবং এর সঙ্গে জড়িতদের ইইউ-তে প্রবেশ করতে না দেওয়ার মতো ব্যবস্থা থাকবে। এর আগে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। এর মধ্যে আছে খনিজ সম্পদ কেনা, যাতায়াত এবং প্রায় ২ হাজার জনের সম্পত্তি বাজেয়াপ্ত করা।








