পেনাল্টি শটে গোলরক্ষক উনাই সিমন ত্রাতা হিসেবে আবির্ভূত হন, ঠেকান দুটি শট। তাতে উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে স্পেন। রোববার রাতে ফাইনালে স্প্যানিশরা টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হারিয়েছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে।
এ জয়ে ১১ বছর পর কোনো শিরোপার দেখা পেলো ২০১০ সালে সাউথ আফ্রিকা বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন। বিশ্বকাপ জয়ের পর সবশেষ ২০১২ সালে জাভি-ইনিয়েস্তাদের নেতৃত্বে ইউরো জিতেছিল স্পেন।
অন্যদিকে বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার লুকা মদ্রিচ ও ক্রোয়েশিয়াকে এখনও প্রথম আন্তর্জাতিক শিরোপার জন্য অপেক্ষা করতে হচ্ছে। ২০১৮ সালে বিশ্বকাপের ফাইনালে উঠলেও হারতে হয়েছিল ফ্রান্সের কাছে। এবার তাদের বাধা হল স্পেন।
নেদারল্যান্ডসের রটারড্যাশ ডি কুইপ স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোলের দেখা পাইনি কোনো দলই । অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও শিরোপা নিষ্পত্তি না হওয়ায় গড়ায় টাইব্রেকে। এখানে পার্থক্য গড়ে দেন স্পেন গোলরক্ষক সিমন।
স্পটকিকের চতুর্থ ও ষষ্ঠ শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক সিমন। অন্যদিকে স্পেনের নেয়া পঞ্চম শট বারে লেগে গোলবঞ্চিত হয় জর্ডি আলবার দল। সাডেন ডেথের ষষ্ঠ শটে গোল করেন দানি কারভাহাল, ৫-৪ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।
খেলা শেষে মিডফিল্ডার রদ্রিগো বলেছেন, ‘আমরা খুব খুশি, এটা সত্যিই অনেক কঠিন একটি খেলা ছিল। আমাদের উন্নতি করার অনেককিছু আছে। তবে জেতা সবসময়ই ভালো একটি দিক।’









