আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থীদের প্রচারকাজে নতুন বিধান সংযোজন করেছে। সর্বশেষ হালনাগাদ আচরণ বিধিমালা অনুযায়ী, একজন প্রার্থী একটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রচারনায় অপচয় রোধ, সমান সুযোগ নিশ্চিত এবং ভিজ্যুয়াল দূষণ কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসির নতুন আচরণ বিধিমালায় উল্লেখ করা হয়েছে, প্রতিটি নির্বাচনী আসনে কোনো প্রার্থী ২০টির বেশি বিলবোর্ড স্থাপন করতে পারবেন না। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আচরণ বিধিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।









