আনুষ্ঠানিকভাবে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্যমন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রজ্ঞাপনটি প্রকাশ করে তথ্যমন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বিজয়ীদের নাম জানানো হয়।
এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩০টি।
‘আজীবন সম্মাননা’সহ বেশ ২টি বিভাগে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হচ্ছে। এ বছর মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চলচ্চিত্র নির্মাতা ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।
২০২৩ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা ‘সাঁতাও’, একই ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাও নির্বাচিত হন খন্দকার সুমন।
প্রথম সিনেমা দিয়েই সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন আফরান নিশো, তার সিনেমাটির নাম সুড়ঙ্গ। শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল, ‘সাঁতাও’ ছবির জন্য এ পুরস্কার পেলেন তিনি।
এ ছাড়া আরো যারা পাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩:










