জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পার্শ্ব-অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন নাসির উদ্দিন খান। তিনি রায়হান রাফী পরিচালিত সুপারহিট ‘পরাণ’ ছবিতে অভিনয়ের সুবাধে এই পুরস্কার লাভ করছেন। ২০২২ সালের কোরবানির ঈদে ছবিটি মুক্তি পেয়েছিল।
প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন, অনুভূতি জানতে চাইলে মঙ্গলবার বিকেলে এই অভিনেতা বলেন, কিছুক্ষণ আগে জেনেছি পুরস্কার পাচ্ছি। একজন সাংবাদিক ও মুহাম্মদ মোস্তাফ কামাল রাজ দুজন আমাকে নিশ্চিত করে। রাজ ভাই আমাকে পিডিএফ ফাইলটা পাঠালো। আসলে অনেক ভালো লাগছে। কারণ এটা আমার প্রথম পাওয়া প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড।
তিনি বলেন, এই পুরস্কারটি হতে যাচ্ছে দৃশ্যমান। কিন্তু আমি দেখা যায় না এমন পুরস্কার অসংখ্যবার পেয়েছি। যেমন কোনো শুটিংয়ে গেলে, সিনেমা দেখতে গেলে মানুষ ঘিরে ধরে বলে আপনাকে ‘পরাণ’ সিনেমায় দেখেছি। অনেক ভালো লেগেছে। এটা আমার কাছে জাতীয় পুরস্কারের চেয়েও কম না। এর আগে একজন জুরি বোর্ডে ছিলেন। আমার আরেক ছবি দেখে তিনি বলেছিলেন, আমি জুরিতে থাকলে তোমাকে পুরস্কার দিতাম। এগুলো আসলে আমার কাছে পুরস্কারের চেয়ে কম মনে হয় না। প্রতিনিয়ত এসব আমাকে আপ্লূত করেন।
“জীবনে চলার পথে অনেক সংগ্রাম থাকে। এরমধ্যে এসব পুরস্কার হাতে এলে মনে হয় সেই কষ্ট বা সংগ্রামগুলো কিছুটা রিলিফ পায়।”-বলছিলেন ওটিটি দাপিয়ে বেড়ানো এ অভিনেতা।
এবছর আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, আর পুরস্কারের সংখ্যা ৩২টি।







