শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক নাছিমউদ্দিন মালিথা’র তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর। ২০২০ সালের এই দিনে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে মারা যান তিনি।
বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন নাছিমউদ্দিন মালিথা। মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন অনেক কবিতা এবং গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা ছিলেন তিনি।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে অধ্যাপক নাছিমউদ্দিন মালিথা পরিষদ এবং পরিবারের পক্ষ থেকে বাদ আসর শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড ওয়ারেসিয়া কবরস্থান ঈদগা মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হবে। নাছিমউদ্দিন মালিথা’র জন্মস্থান রাজশাহীর বাঘার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়িতেও দোয়ার আয়োজন করা হয়েছে।







