এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়েছে মার্কিন মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসার চন্দ্রাভিযান।
শনিবার কেনেডি স্পেস সেন্টার থেকে বিশাল একটি রকেট চাঁদে পাঠানোর কথা ছিল। কিন্তু আর্টেমিস-১ নামের অভিযানটি আবার স্থগিত করা হয়।
উৎক্ষেপণ প্রস্তুতির প্রথম দিকে রকেটটিতে হাইড্রোজেন লিক দেখা দেয়। নিয়ন্ত্রণকারী বিজ্ঞানীরা সেটা বন্ধ করতে পারেননি। ফলে রকেট উৎক্ষেপণ আবার স্থগিত করতে বাধ্য হন তারা।
যদিও এর আগে রকেট উৎক্ষেপণ দেখতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সমুদ্রসৈকতে চার লাখের বেশি মানুষ জড়ো হন। কিন্তু তারা সেই ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে পারলেন না।
নাসা সোমবার বা মঙ্গলবার আবারও রকেটটি উৎক্ষেপণের চেষ্টা করবে।








