সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছে ইতিহাসের পাতায় নিজের জায়গা করে নেওয়ার কঠিন এক মিশনের চূড়ান্ত পর্যায়ে আছে নাসার একটি মহাকাশযান। সোলার প্রোব নামের এই মহাকাশযানটি মানুষের তৈরি কোনো বস্তু হিসেবে সূর্যের সবচেয়ে কাছে যাচ্ছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, খুদে এই মহাকাশযানটি বর্তমানে সূর্যের বাইরের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। সেখানে অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং ভয়াবহ বিকিরণ সহ্য করতে হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, এই ঝুঁকিপূর্ণ ফ্লাই-বাইয়ের সময় মহাকাশযানটি কয়েকদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। ২৭ ডিসেম্বর একটি সংকেত পাওয়ার পর বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারবেন যে এটি বেঁচে আছে কিনা।
নাসার বিজ্ঞান বিভাগের প্রধান ড. নিকোলা ফক্স বলেন, শতাব্দি ধরে মানুষ সূর্য নিয়ে অধ্যয়ন করেছে কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত কোনো স্থানের বায়ুমণ্ডল অনুভব করতে পারবেন না, যতক্ষণ না আপনি সেখানে পৌঁছাবেন। আর তাই আমরা এমন যাত্রা শুরু করি।
উল্লেখ্য, পার্কার সোলার প্রোব ২০১৮ সালে সূর্যকেন্দ্রিক যাত্রা শুরু করে। এটি ইতোমধ্যে সূর্যের চারপাশে ২১ বার প্রদক্ষিণ করেছে এবং প্রতিবার আরও কাছাকাছি পৌঁছেছে। তবে বড়দিনের উৎসবের (ক্রিসমাস) সময়ের এই ভ্রমণটি একটি রেকর্ড হতে যাচ্ছে।









