মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের পশ্চিম মরুভূমিতে গত মাসেই হেলিকপ্টারের সাহায্যে বেন্নু নামক গ্রহাণুর নমুনা ধারণকারী ক্যাপসুলটি অবতরণ করে। তবে সম্প্রতি ক্যাপসুলটি থেকে গ্রহাণুর নমুনার মূল অংশ বের করতে এখনও অক্ষম নাসা। তারা জানিয়েছে গ্রহাণু বেন্নুর নমুনার মূল অংশ বের করতে এখন অন্যান্য উপায় খুঁজছে তারা।
এনডিটিভি জানিয়েছে, নাসার জনসন স্পেস সেন্টার (জেএসসি) এর দলগুলো বর্তমানে গ্রহাণু বেন্নুর নমুনার কন্টেইনারটি খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই পর্যন্ত দলগুলো স্যাম্পলার হার্ডওয়্যার থেকে ২ দশমিক ৪৮ আউন্স শিলা এবং ধুলো সংগ্রহ করেছে এবং এখন দলটিকে টাগসাম হেড খুলতে কঠিন সময় পার করতে হচ্ছে, যাতে সংগৃহীত পাথর এবং ধুলোর বেশিরভাগ অংশ রয়েছে। এটিই পৃথিবীতে নিয়ে আসা বৃহত্তম গ্রহাণুর নমুনা।
ওসিরিস-রেক্স নামক একটি মহাকাশযানের সাহায্যে ২০২০ সালে গ্রহাণু বেন্নুর পৃষ্ঠ থেকে এই নমুনা সংগ্রহ করা হয় এবং গত মাসে তা পৃথিবীতে নিয়ে আসা হয়। নাসার দলগুলো আগামী কয়েক সপ্তাহ টাগসাম স্যাম্পলার হেড থেকে অবশিষ্ট গ্রহাণুর নমুনা অপসারণ করার জন্য একটি নতুন পদ্ধতির বিকাশ এবং অনুশীলন করতে ব্যয় করবে। একই সাথে এই সপ্তাহে সংগ্রহ করা উপাদানগুলোকে প্রক্রিয়াকরণ করবে।
উল্লেখযোগ্যভাবে, নাসা বেন্নুর নমুনা বেছে নিয়েছে কারণ এটি জৈব যৌগ সমৃদ্ধ বলে বিশ্বাস করা হয়। এছাড়াও এটি পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করছে। যদিও ২১০০ দশকের মাঝামাঝি সময়েও এটির পৃথিবীতে আঘাত করার কোন সম্ভাবনা নেই, এই সময় থেকে ২৩০০ সালের মধ্যে এটির পৃথিবীতে আঘাত করার সম্ভাবনা ক্ষীণ।








