৯০ বছর বয়সে উড়োজাহাজ দুর্ঘটনায় মারা গেছেন নাসার অ্যাপোলো-৮ অভিযানের মহাকাশচারী বিল অ্যান্ডারস। ওই সময় মহাকাশে তোলা সবচেয়ে বিখ্যাত স্থিরচিত্রগুলোর মধ্যে ‘আর্থরাইজ’ নামক আইকনিক ছবিটি তুলেছিলেন তিনি।
বিবিসি জানিয়েছে, গতকাল (৭ মে) স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলের উত্তরে পানিতে পড়ে তার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এটি একটি ছোট উড়োজাহাজ ছিল। ওই দিন বিকেলে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১৯৬৮ সালে নাসার অ্যাপোলো-৮ অভিযানের সময় তিনি পৃথিবী ছেড়ে চাঁদে পৌঁছানোর প্রথম ছবিটি তোলেন। এতে অনুর্বর চন্দ্র পৃষ্ঠ থেকে পৃথিবীকে দিগন্তের উপরে উঠতে দেখা যায়। যেন পৃথিবী চাঁদের পিছনে উঁকি দিচ্ছে।
এই মুহূর্তটির কথা বলতে গিয়ে অ্যান্ডার্স বলেছিলেন, আমরা চাঁদকে অন্বেষণ করতে এই পথে এসেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি আমরা আবিষ্কার করেছি তা হল পৃথিবী।









