বিদেশে গিয়ে বিয়ে না করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, বিদেশের মাটিতে বিয়ে এবং বিয়ের পরবর্তী জাঁকজমকপূর্ণ এসব অনুষ্ঠানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশের মাটিতে।
রোববার ২৬ নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, বিদেশে গিয়ে বিয়ে করার দরকারটা কী? আমাদের দেশের মাটিতে সমস্যাটা কোথায়?’
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ভারতীয়দের মাঝে বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। পাত্র-পাত্রী হয়তো ভারতীয় কিন্তু বিয়ের অনুষ্ঠান হচ্ছে বিদেশের মাটিতে। দেশের উচ্চবিত্তরা তো বটেই, সেলিব্রিটিরাও বিয়ের জন্য বেছে নিচ্ছেন বিদেশের মাটি। বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর-দীপিকা, অনেক সেলিব্রিটিও বিয়ের অনুষ্ঠান সেরেছেন বিদেশের মাটিতে। আর এই জাঁকজমক অনুষ্ঠানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশে। তাতেই আপত্তি প্রধানমন্ত্রীর।
তিনি বলেন, অন্য সব ক্ষেত্রে আমরা যেমন লোকাল পণ্য ব্যবহার করার কথা বলি, বিয়ের ক্ষেত্রে কেন নয়?
ভারতে তৈরি পণ্যের বাজার যাতে নষ্ট না হয়, সেজন্যই তিনি দেশের মাটিতে বিয়ে করার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।
মোদি বলেন, ‘ইদানিং কিছু কিছু পরিবারে দেখছি বিদেশে গিয়ে বিয়ের প্রবণতা বাড়ছে। একটা নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে। এটা কি খুব জরুরি? ভারতের মানুষের মধ্যে বিয়ে করলে সমস্যাটা কী? ভারতের মাটিতে বিয়ে করুন, দেশের টাকা দেশে থাকবে। তাতে ভারতবাসীই কিছু কিছু রোজগারের সুযোগ পাবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এই বিয়ের মৌসমে প্রায় আট লাখ কোটি টাকা ব্যবসার সম্ভাবনা আছে। আমরা সবসময় স্থানীয় পণ্য ব্যবহারের কথা বলি। বিয়ের ক্ষেত্রে সেটা মানতে অসুবিধা কোথায়?’







