ভারতের লোকসভা নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট আবারও জয় পেতে যাচ্ছে বলে বুথ ফেরত জরিপে আভাস দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারতে দেড় মাস ধরে চলা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ শনিবার শেষ হওয়ার পরই গণমাধ্যমের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়। ১২টি বুথফেরত জরিপ অনুযায়ী ৫৪৩ আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৬৫টি আসনে জয়ী হতে পারে।
ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৭২টি আসন। বুথ ফেরত জরিপের ফল অনুসারে, টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় যাচ্ছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
ভারতের জরিপ সংস্থা ইন্ডিয়া নিউজ-ডি ডাইনামিক্স-এর সম্ভাব্য ফলাফলে বিজেপি ৩৭১টি আসন পেয়েছে, যেখানে কংগ্রেসের জন্য রাখা হয়েছে ১২৫টি। অন্যান্য দলগুলো পেতে পারে ৪৭টি আসন। আরেক জরিপ মাধ্যম জন কি বাত-এর কেন্দ্র ফেরত জরিপে এনডিএ পেতে যাচ্ছে ৩৬২ থেকে ৩৯২টি আসন, যেখানে ইন্ডিয়া পেতে পারে ১৪১ থেকে ১৬১টি। অন্যান্যদের জন্য রাখা হয়েছ ১০ থেকে ২০টি আসন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজ ন্যাশন-এর জরিপে এনডিএকে এগিয়ে রাখা হয়েছে, যেখানে জোটটি ৩৪২ থেকে ৩৭৮টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। বিপরীতে ইন্ডিয়া পেতে যাচ্ছে ১৫৩ থেকে ১৬৯টি আসন এবং অন্যরা পেতে পারে ২১ থেকে ২৩টি আসন।
গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। দীর্ঘ দেড় মাস পর সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে নির্বাচন। প্রতি ৫ বছর অন্তর নির্বাচনে ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের ক্ষমতায় আছে বিজেপি।









