ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলমান ইসরায়েল-হামাস যুদ্ধে বেসামরিক নাগরিকদের মৃত্যুর নিন্দা জানিয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিটের ই-উদ্বোধনী অধিবেশনে এই নিন্দা জানান নরেন্দ্র মোদি। গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থানের ওপরও জোর দিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই দেখছি যে পশ্চিম এশিয়া অঞ্চলের ঘটনা থেকে নতুন সমস্যা সৃষ্টি হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে সন্ত্রাসী হামলার নিন্দা করে তিনি বলেন, আমরা ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষে বেসামরিক মানুষের মৃত্যুর তীব্র নিন্দাও করেছি। এই যুদ্ধে আমরা সংলাপ ও কূটনীতির ওপর জোর দিচ্ছি।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে কথা বলার পর, আমরা ফিলিস্তিনের জনগণের জন্য মানবিক সাহায্যও পাঠিয়েছি। এই সময় গ্লোবাল সাউথের দেশগুলোর বৃহত্তর বৈশ্বিক এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া উচিত।
গ্লোবাল সাউথ বলতে প্রাথমিকভাবে এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলোর সমষ্টিকে বুঝায়। এই দেশগুলো প্রায়শই দারিদ্র্য, অসমতা এবং সম্পদের অভাবের মতো সমস্যাগুলোর সম্মুখীন হয়।
৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আক্রমণ শুরু করার পরে ১ হাজার ২০০ জনেরও বেশি ইসরায়েলি নিহত হয়েছিল। সেই হামলার প্রতিশোধ হিসাবে, ইসরায়েল গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটিকে উদ্দেশ্য করে হামলা চালিয়ে যাচ্ছে যেখানে ফিলিস্তিনি বেসামরিক মানুষের মৃতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।
এই যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েল ও ফিলিস্তিনকে ‘ফাইভ সি’ নীতি- পরামর্শ, যোগাযোগ, সহযোগিতা, সৃজনশীলতা এবং সক্ষমতা বৃদ্ধি অবলম্বনের পরামর্শ দিয়েছেন।








