মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে নওগাঁ জেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় জেলার বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারে চলতি মৌসুমের সর্বনিম্ন ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ পর্যন্ত এ তাপমাত্রাই দেশে সর্বনিম্ন বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেড়েছে। এর প্রভাবে সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে।
তীব্র শীতে বোরো মৌসুমের ধান রোপণের কাজ ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ। গত তিন দিন ধরে জেলাজুড়ে একই ধরনের শীতল আবহাওয়া বিরাজ করছে।
বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, টানা তিন সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া জনজীবনে প্রভাব ফেলছে। তার মতে, নওগাঁ জেলায় বর্তমানে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে।









