টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে নামিবিয়ার হয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচ ক্যারিয়ারেরও শেষ ম্যাচ হয়ে থাকল তার। ৩৯ বছর বয়সে এসে ক্রিকেট ছাড়ার ‘সঠিক সময়’ বলে মনে হয়েছে ওয়াইজের।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডেভিড বলেন, ‘সামনের টি-টুয়েন্টি বিশ্বকাপ এখনও দুই বছর বাকি এবং আমার এখন ৩৯ বছর বয়স। আন্তর্জাতিক ক্রিকেট অনুযায়ী আমি জানি না কত সময় ক্রিকেটে দিতে পারব।’
‘অবশ্যই, চাইব আরও দুই বছর ক্রিকেট খেলতে। আমার এখনও মনে হচ্ছে দলকে দেয়ার অনেক বাকি আছে এবং আরও ক্রিকেট খেলতে চাই। কিন্তু আমার মনে হয় নামিবিয়ার ক্রিকেট থেকে বিদায়ের এরচেয়ে ভালো সময় আর নেই। তাদের সাথে অনেক ভালো সময় কাটিয়েছি। ইংল্যান্ডের বিপক্ষে খেলে বিদায় জানানোকে সঠিক সময় মনে হয়েছে।’
আফ্রিকায় জন্ম নেয়া ডেভিড ওয়াইজ সাউথ আফ্রিকার হয়ে ২০১৫ সালের আগস্ট মাসে আন্তর্জাতিক ক্রিকেটে আসেন। এরপর ২০১৬ সালে আফ্রিকা ছেড়ে নামিবিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। পাঁচ বছর পর ২০২১ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার হয়ে অভিষেক ঘটে। ওই বছর নামিবিয়াকে সুপার টুয়েলভে ওঠাতে দারুণ ভূমিকা রাখেন তারকা ক্রিকেটার।
ডেভিড ওয়াইজ নামিবিয়ার হয়ে ৩৪টি টি-টুয়েন্টিতে ৫৩২ রানের পাশাপাশি ৩৫ উইকেট নিয়েছেন। ৯টি ওয়ানডে খেলে ২২৮ রানের সাথে উইকেট নিয়েছেন ছয়টি। সবমিলিয়ে ৫৪টি টি-টুয়েন্টি এবং ১৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা হয়েছে তার।









