ইতিহাস গড়ল আফ্রিকার দেশ নামিবিয়া। শক্তিশালী সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টিতে জয় পেয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি। শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে নামিবিয়া।
জয়ের জন্য শেষ ওভারে নামিবিয়ার লাগতো ১১ রান। ক্রিজে ছিলেন জেন গ্রিন ও রুবেন ট্রাম্পেলম্যান। আন্ডিলি সিমিলেনের ওভারে ১৪ রান আদায় করে জয়োল্লাসে ভাসে নামিবিয়া। সাউথ আফ্রিকার বিপক্ষে নামিবিয়ার প্রথম জয় এটি।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডটি নতুন করে সংস্কার করেছে দেশটির ক্রিকেট বোর্ড। সে উপলক্ষে প্রোটিয়াদের বিপক্ষে ১ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করেছে নামিবিয়া। ২০২৬ সালে আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে নামিবিয়া। সেই সুখস্মৃতি নিয়ে মাঠে নেমেই ইতিহাস গড়ল আফ্রিকার দেশটি।
নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করে ১৩৪ রান। লক্ষ্যতাড়ায় নেমে ৬ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে নামিবিয়া।
আগে ব্যাটে নামা প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জেসন স্মিথ। ১৮ বলে ২৩ রান করেন রুবিন হেরম্যান। ২২ বলে ২২ রান করেন লুহান-ড্রি প্রিটোরিয়াস। এছাড়া বিয়র্ন ফরচুইন ২১ বলে ১৯ রান করেন।
নামিবিয়ার হয়ে রুবেন ট্রাম্পেলম্যান ৩ উইকেট নেন। মেক্স হেইনগো নেন দুটি উইকেট।
লক্ষ্যতাড়ায় নেমে নামিবিয়ার হয়ে সর্বোচ্চ রান করেন জেন গ্রিন। ২৩ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২১ বলে ২১ রান করেন জেরহার্ড এরাসমাস। ১৮ রান করেন মালান ক্রুগার।
প্রোটিয়াদের হয়ে নান্দ্রে বার্গার এবং আন্ডিলি সিমিলেনে ২টি করে উইকেট নেন।









