নামিবিয়ায় ইতিহাস গড়ে প্রথম ‘নারী প্রেসিডেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ৭২ বছর বয়সী নান্দি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার বিজয়ের মাধ্যমে এসডব্লিউএপিও দলের দীর্ঘ ৩৪ বছরের শাসন আরও শক্তিশালী হলো।
বিবিসি জানিয়েছে, নির্বাচনে নান্দি নাদাইতওয়া পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, যা তাকে সহজেই জয়ী হতে সহায়তা করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন হয়। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইপিসি দলের নেতা পান্দুলেনি ইতুলা, যিনি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নান্দি নাদাইতওয়া এক বিবৃতিতে বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। তিনি আরও জানান, স্বাধীনতা সংগ্রামে তার দলের ভূমিকার কারণেই গ্রামীণ অঞ্চলের এবং বয়স্ক ভোটারদের সমর্থন ধরে রাখা সম্ভব হয়েছে।
ষাটের দশকে এসডব্লিউএপিওতে যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন নান্দি। গণতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, যা তাকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে গড়ে তুলেছে।
তবে নির্বাচনের সময় কিছু কারিগরি সমস্যার কথা শোনা যায়। ব্যালট পেপারের অভাব এবং ভোট গ্রহণে বিলম্বের কারণে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধী দল আইপিসি অসন্তোষ প্রকাশ করেছে। তারা নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নামিবিয়ায় বেকারত্ব এবং আয়ের বৈষম্যের কারণে এসডব্লিউএপিওর জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও, নান্দি নাদাইতওয়ার নেতৃত্ব দলের ঐক্য ফিরিয়ে এনেছে এবং এই বিজয়কে নিশ্চিত করেছে।









