টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে অস্ট্রেলিয়া। নামিবিয়ার বিপক্ষে জয় পেলে সুপার এইট নিশ্চিত হবে অজিদের। এমন বাস্তবতায় আফ্রিকার দেশটিকে অল্প রানে গুটিয়ে জয়ের পথটা সহজ করে নিয়েছে মিচেল মার্শের দল। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭৩ রান।
অ্যান্টিগায় নিজেদের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক। অ্যাডাম জাম্পার দুর্দান্ত ঘূর্ণিজাদুতে প্রতিপক্ষকে ৭২ রানে অলআউট দেয় তারা।
শুরু থেকে নামিবিয়ার ব্যাটসম্যানদের চাপে রাখেন কামিন্স-জাম্পা। নামিবিয়ার ওপেনিং জুটি থেকে ১৪ রান আসে, পরে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস সর্বোচ্চ ৩৬ রান করেন। আর একজন ব্যাটার কেবল দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দুর্দান্ত বোলিং করেছেন স্পিনার জাম্পা। ৪ ওভারে ১২ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুইটি করে উইকেট পেয়েছেন জশ হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। প্যাট কামিন্স ও নাথান অ্যালিস পেয়েছেন একটি করে উইকেট।









