সাদা পোশাকে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, গত জুনে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর। আয়ারল্যান্ড সিরিজে টেস্ট দলের অধিনায়কত্বে আবারও ফিরেছেন। সিলেটে প্রথম টেস্টে নামার আগেরদিন জানালেন আশা-নিরাশার নানান কথা।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মাঠে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে খেলা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট ক্রিকেট নিয়ে শান্ত বললেন, ‘টেস্ট ক্রিকেট অতটা আগায়নি। সেক্ষেত্রে এটা আমাদেরই পুরোপুরি দোষ আমরা দলটিকে সেভাবে পুরোপুরি এগিয়ে নিতে পারিনি।’
এরপর শান্ত সাংবাদিকদের উদ্দেশ্য বলেছেন, ‘আপনাদেরও দায়িত্ব নিতে হবে। সবসময় আপনাদের দেখি সাদা বল নিয়েই কথা বলতে, এটাকে নিয়েই হাইপ সৃষ্টি করতে। কেউ অর্ধশতক ও শতক করলে অনেক কথাবার্তা হয়, কিন্তু টেস্ট ক্রিকেটে যদি কেউ তিন উইকেট, সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি করে, খুব বেশি কথাবার্তা কিন্তু হয় না।’
‘ক্রিকেটার হিসেবে মনে করি টেস্ট ক্রিকেট খূব সম্মানের একটি জায়গা। আমরা খেলোয়াড় হিসেবে এই সংস্করটি খেলতে গর্ববোধ করি।’
‘আশা করবো আপনারা সাদা বলটিকে যেভাবে প্রোমোট করেন, সেভাবে লাল বলেও এমনটা হবে। যেভাবে সাদা বলের খেলোয়াড়দের নিয়ে আলোচনা বাড়িয়ে দেয়া হয়, সেভাবে যাতে তারা এই ফরম্যাটেও এগিয়ে যেতে পারেন।’









