সোশ্যাল মিডিয়া #WeAreNahid হ্যাশট্যাগে ছেয়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের পাশে দাঁড়ানোর এই মিছিলে যুক্ত হলেন জনপ্রিয় ইউটিউবার, অভিনেতা সালমান মুক্তাদির।
এনআইবি মহাপরিচালক পদে নিয়োগপত্রে উপদেষ্টা নাহিদের সুপারিশসহ সই করা একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন নাহিদ। তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
বিষয়টিকে কেন্দ্র করে একটি পক্ষ বিভিন্ন মাধ্যমে নাহিদ ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। সেসব রুখে দেয়ার জন্যই সোশ্যাল মিডিয়ায় #WeAreNahid হ্যাশট্যাগটি ব্যবহার করা হচ্ছে।
সালমান মুক্তাদিরও এ বিষয়ে নিজের সমর্থন জানান নাহিদকে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট শেয়ার করে সালমান মুক্তাদির লিখেছেন, ‘এই যে যা ইচ্ছা তাই এখন বলতে পারছো, অভিযোগ করতে পারছো, নিজের প্রোফাইল থেকে সবকিছু শেয়ার করতে পারছো। প্রশ্ন করতে পারছো। এটা ভুলে যেও না। জীবনের কোনো দিন পারো নাই। এই প্রথম পারছো, ভুলে যেও না।’
তিনি আরও লিখেছেন, ‘অভিযোগ করো, অবশ্যই করবে। কেন করবে না। কিন্তু তুমি এই বিপ্লবকে কোনোদিন ইগনোর করতে পারবে না। অস্বীকার করতে পারবে না। সত্যি বলতে নাহিদকে আমি চিনিও না, জানিও না। কিন্তু আমি খুব ভালো করে জানি, আমি বা আমরা কয়েক শ’ মানুষ এখনো বেঁচে আছি ওদের মতো মানুষের ত্যাগের জন্য। তাদের ছাড়া আমাদের অর্ধেকও থাকতো না এখন। যা অস্বীকার করার কোনো উপায় নেই।’
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছিলেন শোবিজ ইন্ডাস্ট্রির একাংশ শিল্পী, কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সাররা। তাদের মধ্যে কেউ কেউ সরাসরি রাজপথেও নেমেছিলেন। আবার কেউ সোশ্যাল মিডিয়ায় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন। এ সময় উভয় মাধ্যমেই বেশ সরব ভূমিকা রেখেছেন সালমান মুক্তাদির।









