অনিশ্চয়তার পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টুয়েন্টি সিরিজের পরিবর্তিত সূচি চূড়ান্ত হয়েছে। ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও দুই ম্যাচ কমিয়ে সিরিজ খেলবে দুদল। আসন্ন সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন পেসার নাহিদ রানা। একইসঙ্গে পাকিস্তান যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান কেলি।
ভারত-পাকিস্তান সংঘাতের সময় পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ ব্যবস্থাপনায় রিশাদ-নাহিদসহ সব বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ছাড়েন। দুই টাইগার তারকা দেশে ফিরে আসেন দুবাই হয়ে। আর যুদ্ধের প্রেক্ষাপটে কিছুটা ‘ট্রমাটাইজড’ নাহিদ। সেকারণে যাচ্ছেন না আসন্ন সফরে। তার পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে থাকা মোস্তাফিজুর রহমান পাকিস্তানে যোগ দেবেন দলের সঙ্গে। তবে রিশাদ যাচ্ছেন দেশটিতে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। বলেছেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে, তাকে দোষ দেয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও (নাহিদ)।’
‘সম্প্রতি যে ঘটনা ঘটেছে ভারত-পাকিস্তানের মধ্যে, কিছুটা অস্থিরতা থাকতেই পারে, সেটিই হয়তো তার বিবেচনায় আছে। নাহিদ রানা যেহেতু ওখানে ছিল, স্বাভাবিকভাবেই অনেককিছুর মুখোমুখি হতে হয়েছে ওকে। সেটিই হয়তো ওকে এই সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেনারও (প্যামেন্ট ও কেলি) যাচ্ছেন না সেখানে। তারা এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চান না। এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চান। সেটিই তাদের কারণ। বাকিদের সবাই যাচ্ছে। তারা সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
পাকিস্তান সফর নিয়ে রিশাদেরও কিছু দুর্ভাবনার জায়গা ছিল বলে জানিয়েছেন নাজমুল আবেদিন। বলেছেন, ‘রিশাদও যে ভাবেনি, তা কিন্তু নয়। তবে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের প্রধান কোচ নিজে যাচ্ছে। সবকিছু হয়তো অন্যদের অনুপ্রাণিত করেছে একটু অন্যভাবে চিন্তা করতে ও নিজেদের মতো বদলে দলের সঙ্গে যেতে।’
আসন্ন সফরে ২৮মে সিরিজ শুরুর হবে। ৩০মে দ্বিতীয় এবং ১ জুন তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি খেলবে দুদল। সিরিজের সবকটি ম্যাচই স্থানীয় সময় রাত ৮টায়, বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গড়াবে।









