রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচ গড়ানোর কথা ছিল রাতে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে স্টেডিয়াম এলাকায় ভারতের ড্রোন এসে আছড়ে পড়ে। হতাহত হয়েছেন দুজন। ঝুঁকির কথা মাথায় রেখে ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় পেশোয়ার জালমি এবং করাচি কিংসের খেলা মাঠে গড়ানোর কথা ছিল। পেশোয়ারের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা।
এদিন সকালের দিকে স্টেডিয়াম চত্ত্বরে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যা নজরদারির জন্য পাঠানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হওয়ার খবরও পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে স্টেডিয়াম এলাকার একটি রেস্তোরাঁও।

ড্রোন হামলার কারণে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আপাতত আর পিএসএলের কোনো ম্যাচ হচ্ছে না। পিএসএলের ফাইনাল ১৮মে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে টুর্নামেন্টটির ফাইনালসহ বাকি ম্যাচগুলো দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে স্থানান্তর করা হবে। পিসিবি, ফ্র্যাঞ্চাইজি মালিক ও খেলোয়াড়দের মধ্যে বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, বৃহস্পতিবার সকালে ভারত থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। যার অন্তত তিনটির লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানের গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডি। পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তরও অবস্থিত এ শহরে।









