চট্টগ্রাম থেকে: প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি নিয়েছে তাকে। পিএসএলে যে দল পাচ্ছেন আগে থেকেই জানতেন নাহিদ। রংপুর রাইডার্স সতীর্থ ইফতিখার আহমেদ ড্রাফটের আগে নাহিদকে বলেছিলেন, তাকে পেতে আগ্রহী মুলতান সুলতানস। বাংলাদেশের গতি তারকাকে অবশ্য নিয়েছে বাবর আজমের পেশোয়ার।
বিপিএলে এবারই প্রথম রংপুরের জার্সিতে খেলছেন নাহিদ ও ইফতিখার। মুলতান সুলতানসের ক্রিকেটার ও শুভেচ্ছাদূত ইফতিখার আগেই আগ্রহের কথা জানিয়ে রেখেছিলেন নাহিদকে। ড্রাফটের টেবিলে গোল্ড বিভাগ থেকে প্রথম ডাকে স্থানীয় পেসার মোহাম্মদ হাসনাইনকে নেয় মুলতান। ওই ডাকে নিজেদের সুযোগ আসতেই নাহিদকে নিয়ে নেন পেশোয়ার। বাংলাদেশের তরুণ পেসারকে তখন ‘স্পিডস্টার’ হিসেবে উল্লেখ করেন দলটির ক্রিকেট পরিচালক ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বৃহস্পতিবার রংপুরের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে নাহিদ জানালেন, পিএসএলে দল পাওয়ার পেছনের গল্প। বলেছেন, ‘ওনার (ইফতিখার) সঙ্গে পিএসএল ড্রাফটের আগেই কথা হয়েছিল। বলছিলেন যে, আমাদের দলে তোমাকে নেয়ার কথা চলছে। তারপর তো যতটুকু জানি, আমি বাবর আজম ভাইয়ের দলে আছি। আর ইফতিখার ভাই সম্ভবত অন্য দলে আছে। তবে উনি বলেছিলেন, ওনার দল নেবে। বাবর ভাইয়ের দলে নিয়েছে। যেটা হয়েছে আলহামদুলিল্লাহ।’
এক বছরেরও কম সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সুযোগ পেয়েছেন ২২ বর্ষী পেসার। সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান নাহিদ। বললেন, ‘অবশ্যই একটা সুযোগ যেকোনো ক্রিকেটারের জন্য অনেককিছু। একটা ছোট সুযোগ একজন ক্রিকেটারের জীবনের অনেককিছু বদলে দিতে পারে। আমি এই জিনিসটা বড় হিসেবে দেখছি, কারণ আমার জীবনে প্রথম দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেয়েছি। এটাকে বড় হিসেবে দেখছি।’









