২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে ৪৩ ধাপ পিছিয়ে থাকা স্লোভাকিয়ার সাথে হেরে গেছে জার্মানি। ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে হেরেছে জায়ান্টরা। কোচ জুলিয়ান নাগেলসম্যান পরে ক্ষোভ ঝেরেলেন।
স্লোভাকিয়ার মাঠ তেহেলনে পোলেতে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র্যাঙ্কিংয়ে ৫২তম স্লোভাকিয়া। ডেভিড স্ট্রিলিচের পাসে ডেভিড হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায় স্লোভাকিয়ানরা। ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। ম্যাচে ৭০ শতাংশ বল পায়ে রেখেও গোলের দেখা পায়নি নাগেলসম্যানের দল।
হতাশ ৩৮ বর্ষী জার্মান কোচ পরে বলেছেন, ‘আমাদের দল ভালো করতে পারেনি, তাদের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। আমাদের খেলোয়াড়দের মাঝে তীব্রতা কম ছিল, আমাদের চেয়ে প্রতিপক্ষ খেলোয়াড়রা বেশি তীব্রতার সাথে খেলেছে। আমরা মানসম্পন্ন খেলা প্রদর্শন করতে পারিনি। আমার যদি এমনি খেলতে থাকি, তাহলে আমদের খেলা ছেড়ে দেয়া উচিত।’
‘আমার কাছে সত্যি বলতে কোন ব্যাখ্যা নেই। সবাই জানেই যে আমরা বিশ্বকাপে নিজেদের জায়গা করতে এসেছি এবং শক্তিশালী দল হয়ে সেখানে যেতে চাই।’
‘আমরা জার্মানি থেকে সেরা খেলোয়াড়দের নির্বাচন করেছি, কিন্তু হয়তো আমাদের টেকনিক্যাল মানের উপর কম মনোযোগ দেয়া উচিত এবং আরও তীব্রতা দেখানো খেলোয়াড়দের দলে আনা উচিত। আমার খেলোয়াড়দের উপর আস্থা আছে। কিন্তু গাড়ির মতো হ্যান্ডব্রেক চালু রাখলে এটা কাজ করবে না।’
রোববার ঘুরে দাঁড়াতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে নামবে নাগেলসম্যানের জার্মানি। বাছাইপর্বে গ্রুপ ‘এ’তে থাকা অন্যম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে লুক্সেমবার্গ। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে আছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি।









