স্পেনের মালাগায় ডেভিস কাপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক টেনিস থেকে বিদায় নিচ্ছেন স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদাল। ২২ বারের গ্র্যান্ডস্লাম জয়ী মহাতারকার বিদায়ী ম্যাচের আগে আবেগঘন বার্তা দিয়েছেন টেনিসের আরেক মহাতারকা সুইজারল্যান্ডের রজার ফেদেরার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ওই বার্তায় দুই মহাতারকার বিভিন্ন ম্যাচের স্মৃতিগুলো তুলে ধরার চেষ্টা করেছেন।
ফেদেরার তার বার্তায় লিখেছেন, ‘ভামোস, রাফায়েল নাদাল।’
‘এবার তোমার টেনিসের পালা শেষ হতে চলেছে। আবেগপ্রবণ হয়ে যাওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি। শুরুটা করা যাক, দুজনের লড়াই থেকেই। তুমি আমাকে প্রচুর ম্যাচে হারিয়েছ। আমিও তোমাকে এত হারাতে পারিনি।’
‘তুমি যেভাবে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছো, অন্য কেউ সেভাবে করতে পারেনি। ক্লে কোর্টে খেলতে নামলে মনে হতো, তোমার ডেরায় ঢুকলাম। আমার খেলা ধরে রাখতে যেমন পরিশ্রম প্রয়োজন ছিল তুমি তার চেয়ে বেশি করিয়েছো।’
‘তোমার জন্য আমাকে খেলা নিয়ে ভাবনাচিন্তা বদলাতে হয়েছে। এমনকী ভাবতাম, যদি র্যাকেটটা আরও বড় করে তোমার বিপক্ষে জেতা যায়। তোমার জন্যই টেনিসকে সব থেকে বেশি উপভোগ করেছি।’
‘আমি কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি নই, তবে তুমি টেনিস খেলাকে অন্য পর্যায়ে স্তরে নিয়ে গেছো। যেসব বিষয় তুমি মানো তার গোটা প্রক্রিয়ায় পানির বোতলগুলোকে খেলনা সৈন্যদের মতো সাজিয়ে রাখা, চুল ঠিক করা, সবকিছুতেই সর্বোচ্চ পর্যায়ের মনোযোগ তোমার। আমি কিন্তু গোপনে এসব ভালোবেসেছি। কারণ, ব্যাপারগুলো অনন্য, যেখানে তোমাকে খুঁজে পাই।’
‘আমাদের অভিযাত্রার শুরুতেও আমরা ছিলাম, শেষেও আছি। ২০ বছর পর আমাকে বলতেই হবে; কী অবিশ্বাস্য ক্যারিয়ার তোমার! ১৪টি ফ্রেঞ্চ ওপেন-ঐতিহাসিক! তুমি স্পেনকে গর্বিত করেছ.. গর্বিত করেছ গোটা টেনিস বিশ্বকেও।’









