ফ্রেঞ্চ ওপেনে ছেলেদের এককে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ক্লে কোর্টের এ জয়ে স্প্যানিশ মহাতারকা রাফায়েল নাদালকে টপকে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্লামের রেকর্ড গড়লেন ৩৬ বর্ষী জোকোভিচ।
রোববার প্যারিসের রোলাঁ গারোঁর কোর্ট ফিলিপ-চ্যাট্রিয়ারে ৩ ঘণ্টা ২৫ মিনিট ধরে চলা ম্যাচে এটিপি র্যাঙ্কিংয়ের তিনে থাকা জোকোভিচ ৭-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে হারান র্যাঙ্কিংয়ের চারে থাকা রুডকে।
প্রথম সেটে দুর্দান্ত শুরু করেন ২৪ বর্ষী তারকা রুড, ফলাফলে এগিয়েও ছিলেন। তবে দারুণভাবে ফিরে আসেন জোকোভিচ। পয়েন্টে সমতা ফেরালেও আবার এগিয়ে যায় রুড। শেষপর্যন্ত টাইব্রেকে প্রথম সেটের ফলাফল নির্ধারিত হয়, ৭-৬(৭-১) ব্যবধানে জেতেন অভিজ্ঞ জোকোভিচ।
প্রথম সেটে জেতার সুবিধা কাজে লাগিয়ে দ্বিতীয় সেটে ভালো শুরু করেন সার্বিয়ান তারকা। রুডকে পেছনে ফেলে এগিয়ে যেতে থাকেন। তবে মাঝে কিছুটা খেই হারিয়ে ফেলেন, তাতে ম্যাচে ফিরতে থাকেন রুড। এবার টাইব্রেকে যেতে হয়নি, সরাসরি ৬-৩ পয়েন্টে সেট জেতেন জোকো।
তৃতীয় সেটের শুরুতে আবারও দারুণ শুরু করেন রুড। প্রথম পয়েন্টে এগিয়েও যান নরওয়ের তারকা। জোকোভিচ সেটে সমতা আনলেও এগিয়ে যান রুড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৫ ব্যবধানে জেতেন জোকোভিচ।








