পাওনা টাকা আদায়ে আশুলিয়ায় দ্বিতীয় দিনের মত নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছেন ৪ বছর আগে বন্ধ হওয়া লেনে ফ্যাশন ও লেনে অ্যাপারেলস কারখানার শ্রমিকরা।
আজ (২৭ নভেম্বর) বুধবার সকাল থেকে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা দ্বিতীয় দিনের মত এই অবস্থান কর্মসূচি পালন করছেন।
এতে চরম দুর্ভোগে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়ক ব্যবহারকারীরা। শিল্প পুলিশ ও বেপজা কর্তৃপক্ষ দফায় দফায় শ্রমিকদের বুঝিয়েও সড়ক থেকে সরাতে পারেনি।









