মহাকাশে ছুটছে রহস্যময় ঝাপসা লাল রঙের নক্ষত্র। যা মহাকাশের সবচেয়ে গতিশীল বস্তু হিসেবে শনাক্ত হয়েছে। এটি এত দ্রুত সম্পন্ন যে মিল্কিওয়ের মধ্য দিয়ে গ্যালাক্সির মাধ্যাকর্ষণ অতিক্রম করে আন্তঃগ্যালাক্টিক স্পেসে পৌঁছাতে পারে।
সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানী এবং গবেষকদের একটি দল গবেষণার ফলাফলে এই তথ্য পেয়েছেন যা দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস নামক গবেষণাপত্রে প্রকাশিত হয়েছে। এটি এখন আবিষ্কৃত অতি উচ্চ গতির খুব কম ভরের নক্ষত্র।
গবেষণার সহ-লেখক এবং ইউনিভার্সিটি অব নটরডেমের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যা বিভাগের পোস্টডক্টরাল গবেষণা ফেলো রোমান গেরাসিমভ জানিয়েছেন, কম ভরের নক্ষত্র শনাক্ত করা কঠিন কারণ তারা শীতল এবং কম আলোকিত।
উচ্চ ভরের নক্ষত্রের তুলনায় অনেক কম ভরের নক্ষত্রের সংখ্যা বেশি। কারণ কম ভরের বস্তু দিয়ে নক্ষত্র গঠন প্রক্রিয়া সহজ। বেশি ভরের নক্ষত্রের আয়ুষ্কাল কম থাকে। কম ভরের কারণে প্রাথমিকভাবে এই নক্ষত্রটিকে কোন শ্রেণিভুক্ত করা যাচ্ছে না।
ঝাপসা লালচে একটি নক্ষত্র প্রতি ঘণ্টায় প্রায় ১৩ লাখ মাইল (৬০০ কিলোমিটার প্রতি সেকেন্ড) গতিতে ছুটে যাচ্ছে। তুলনামূলকভাবে, সূর্য যেমন মিল্কিওয়ের (আকাশগঙ্গা) চারপাশে প্রতি ঘণ্টায় সাড়ে ৪ লাখ মাইল (২০০ কিলোমিটার প্রতি সেকেন্ড) গতিতে প্রদক্ষিণ করে।
হাইপারভেলোসিটি নক্ষত্রের অস্তিত্ব প্রথম ১৯৮৮ সালে অনুমান করা হয় এবং ২০০৫ সালে আবিষ্কৃত হয়। ইতোমধ্যেই অত্যন্ত বিরল এই নতুন আবিষ্কারটিকে বিশ্বে আলোচনা তৈরি করে।









