আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৩ হাজারের বেশি রাজনৈতিক বন্দির জন্য গণক্ষমা ঘোষণা করেছে দেশটির সামরিক শাসক। একইসঙ্গে আরও ৫ হাজার ৫শ’ জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) এমন খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো।
তবে বন্দী সাবেক নেত্রী অং সান সু চি এই তালিকায় আছেন কি না তা এখনও পরিষ্কার নয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই প্রায় অজ্ঞাতবাসে আটক আছেন নোবেলজয়ী সুচি। এ ছাড়া ৭শ’২৪ জনকে শর্তসাপেক্ষ মুক্তি দেওয়া হয়েছে।
বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজারের বেশি রাজনৈতিক বন্দী, যার মধ্যে ৮০ বছর বয়সী সুচিও আছেন। তিনি মোট ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, জনগনের ভোটাধিকার নিশ্চিত হয়, সে লক্ষ্যেই এই ক্ষমা ঘোষণা করা হয়। চলতি বছরের ২৮ ডিসেম্বর দেশটিতে বহুদলীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।









