ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ‘মাই নেম ইজ খান’ খ্যাত অভিনেতা পারভিন দাবাস। শনিবার সকালেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। বান্দ্রায় একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি।
অভিনেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়ে বলা হয়, অভিনেতার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তার স্ত্রী প্রীতি তার সঙ্গেই রয়েছেন। এখনই কিছু জানানোর অবস্থায় নেই।
তবে রবিবার জানা যাবে, অভিনেতার শারীরিক অবস্থা। চিকিৎসকরা বলেছেন, আপাতত পর্যবেক্ষণ ছাড়া কিছু করার নেই।
প্রো পাঞ্জা লিগের সহ-প্রতিষ্ঠাতা এই অভিনেতা। তার দুর্ঘটনার পর এই প্রতিষ্ঠান থেকে বিবৃতিতে জানায়, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ৷ প্রো পাঞ্জা লিগের সহ-প্রতিষ্ঠাতা পারভিন দাবাস হাসপাতালে ভর্তি রয়েছেন। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সঙ্কটজনক৷
শনিবার ভোরবেলায় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন অভিনেতা। তবে কীভাবে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তা এখনও সামনে আসেনি। তিনি এখন আইসিইউ-তে ভর্তি। এই কঠিন সময়ে অভিনেতা পারভিন এবং তার প্রিয়জনদের জন্য গোপনীয়তার অনুরোধ করছি। আমরা পারভিনের দ্রুত আরোগ্য কামনা করছি।
অভিনেতার দুর্ঘটনার খবর পেয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছেন ভক্তরা। সকলেই তার দ্রুত সুস্থতা কামনা করেছে। উল্লেখ্য, ‘মাই নেম ইজ খান’, ‘রাগিনী এমএমএস ২’, ‘খোসলা কা ঘোসলা’, ‘ শর্মাজী কি বেটি’-সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন।
অভিনেতা ছাড়াও পারভিন দাবাস একজন প্রশিক্ষিত স্কুবা ড্রাইভার এবং ফোটোগ্রাফার। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার অভিনেতার।









