অভিনেতা থেকে নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের জনসভার ভয়াবহ ট্র্যাজেডিতে শোকে কাতর পুরো ভারত। তামিলনাড়ুর কারুরে আয়োজিত তার নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে প্রাণ হারানো ব্যক্তির সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশস্থলে সর্বোচ্চ ১০ হাজার মানুষের অনুমতি ছিল, কিন্তু সেখানে হাজির হয় প্রায় দুই লক্ষ মানুষ। বিজয়ের জনসভায় উপস্থিত সেই ২ লক্ষাধিক মানুষের মাঝেই ৯ বছর বয়সী এক শিশুকন্যাকে নিখোঁজ হয়ে যায়। তাকে খোঁজাখুঁজি করতে গিয়েই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। বেশ কয়েকজন হন্তদন্ত হয়ে ওই শিশুকে খুঁজতে থাকে। তখনই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে খবর।
রবিবার (২৮ সেপ্টেম্বর) সেই শোকেই এক টুইটে থালাপতি বিজয় নিজের অনুভূতির কথা লেখেন, সেই সাথে তিনি নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার ঘোষণা দেন। বিজয়ের সেই পোস্টটি হুবুহু বাংলাতে তুলে ধরা হলো।
আমার হৃদয়ে স্থান করে নেওয়া আপনাদের সবার প্রতি শুভেচ্ছা। কারুরে গতকাল যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা ভেবে আমার হৃদয় ও মন এমন এক অসহনীয় ভারে আচ্ছন্ন হয়ে পড়েছে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রিয়জন হারানোর এই গভীর শোকের মুহূর্তে আমার মনের যন্ত্রণাকে ব্যক্ত করার মতো যথাযথ শব্দ আমি খুঁজে পাচ্ছি না। দুঃখে আমার চোখ ও মন দু’টিই অন্ধকারে ঢেকে গেছে। আমি যাদের সঙ্গে দেখা করেছি, তাদের মুখ বারবার ভেসে উঠছে চোখের সামনে। আমার আপনজনেরা যে স্নেহ ও মমতা দেখিয়েছেন, তা ভাবলেই হৃদয় যেন আরও ভেঙে পড়ে। আমার প্রিয়জনেরা… আমাদের আপনজনদের হারানোর এই গভীর শোকে আমি বর্ণনাতীত যন্ত্রণার মধ্য দিয়ে আপনাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনাদের হৃদয়ের পাশে দাঁড়িয়ে আমি এই অগাধ দুঃখে শরিক হচ্ছি। এটি আমাদের জন্য সত্যিই এক অপূরণীয় ক্ষতি। যেই সান্ত্বনার কথাই বলা হোক না কেন, আমাদের প্রিয়জনদের হারানোর বেদনা সহ্য করা অসম্ভব। তবু, আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে নিহত প্রত্যেক পরিবারের জন্য ২০ লাখ টাকা এবং আহত ও চিকিৎসাধীন প্রত্যেককে ২ লাখ টাকা করে প্রদান করব। এই অর্থের মূল্য এমন এক ক্ষতির তুলনায় তুচ্ছ বটে, তবে এই মুহূর্তে আপনাদের পরিবারের একজন হয়ে আপনাদের পাশে দাঁড়ানোই আমার কর্তব্য। একইসঙ্গে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমাদের সকল আহত প্রিয়জন দ্রুত সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে আসুক। আর আমি আপনাদের আশ্বস্ত করছি, আমাদের তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সবসময় আপনাদের পাশে থাকবে।









