বলিউডে একসময় অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক ছিলো ওপেন সিক্রেট! পুরনো সেই সম্পর্কের গল্প আবার নতুন করে সামনে এসেছে রেখা অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘উমরাও জান’ এর পুনরায় মুক্তি ঘিরে!
গেল ২৭ জুন প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পেয়েছে ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’। এই ছবির পরিচালক মুজাফ্ফর আলির একটি মন্তব্য ঘিরে অমিতাভ ও রেখার সেই পুরনো সম্পর্ক আবার আলোচনায়। রেখার জীবনী ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’-তে (লেখক ইয়াসির উসমান) ‘উমরাও জান’ ছবির পরিচালক অমিতাভ ও রেখার সম্পর্ক নিয়ে নিজের অভিমত জানিয়েছেন।
মুজাফ্ফর আলি রেখার বইয়ের লেখককে বলেন,“রেখা খুব সংবেদনশীল একজন নারী… উমরাও জান–এর দিল্লি শুটিং চলাকালে অমিতাভ বচ্চন আমাদের সেটে এসে বসতেন- এটা সত্যি। অমিতাভের প্রসঙ্গ তুললেই তিনি ‘ইনকো, ইনহোনে’ বলতেন, যেমন নারীরা বলেন যখন তারা নিজেদের বিবাহিত মনে করেন। আমার মনে হয়, তিনি নিজেকে বিবাহিত ভাবতেন।”
এসময় মুজাফ্ফর আরও বলেন, “রেখা ও অমিতাভের চলচ্চিত্রজগতের অনেক সহকর্মীর মতো আমি লুকোছাপা করতে চাই না। আমি তখনো ছিলাম স্পষ্টভাষী, সামনাসামনি সব কিছু বলতেই স্বস্তি বোধ করি। ‘রেখা অমিতাভকে ভালোবাসত, আর এখনো ভালোবাসে। তার (অমিতাভের) উচিত ছিল রেখাকে একটি পরিচয় দেওয়া। অমিতাভের রেখাকে বিয়ে করা উচিত ছিল।’”
অমিতাভ বচ্চন ১৯৭৩ সালে অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেন। আশির দশকে যখন অমিতাভ ও রেখার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তখন পরিচালক যশ চোপড়া বিবিসি এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তার ‘সিলসিলা’ ছবির প্রসঙ্গে বলেন—“আমি সবসময় উৎকণ্ঠায় ও ভয়ে ছিলাম, কারণ বাস্তব জীবন চলে আসছিল রিল জীবনে। জয়া তাঁর স্ত্রী আর রেখা তাঁর প্রেমিকা—একই গল্প ছবিতেও চলছে। যেকোনো কিছু ঘটতে পারত, কারণ তারা একসঙ্গে কাজ করছিল।”
“আমি সবসময় দুশ্চিন্তায় ও আতঙ্কে ছিলাম, কারণ বাস্তব জীবন চলে আসছিল রিল জীবনে। জয়া তাঁর স্ত্রী আর রেখা তাঁর প্রেমিকা; একই গল্প ছবিতেও চলছে। যেকোনো কিছু ঘটতে পারত, কারণ তারা একসঙ্গে কাজ করছিল।”
‘সিলসিলা’ চলচ্চিত্রটি মূলত এক পরকীয়া প্রেমের গল্প। বক্স অফিসে সিনেমাটি তখন ভালো করেনি এবং বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়। এই ছবির পর অমিতাভ বচ্চন ও রেখা আর কখনো একসঙ্গে কাজ করেননি।
কাজের দিক থেকে রেখার সবশেষ বড় পর্দার ছবি ছিল ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘সুপার নানি’, অন্যদিকে অমিতাভ বচ্চনকে ২০২৪ সালে মুক্তি পাওয়া তামিল অ্যাকশন ড্রামা ‘ভেট্টাইয়ান’-এ দেখা গেছে। –এনডিটিভি









