সিলেট থেকে: টানা কয়েকদিন দেশের ক্রিকেটে আলোচনার তুঙ্গে মোস্তাফিজুর রহমান। বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল থেকে ফিজকে বাদ দেয়াকে কেন্দ্র করে জল গড়িয়েছে বহুদূর। ভারতে বিশ্বকাপ খেলবে না, জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণায়। বাদ পড়ার পর মাঠের ভেতর এবং বাইরে মোস্তাফিজকে কেমন দেখছেন সতীর্থরা?
চলতি বিপিএলে রংপুর রাইডার্সে খেলছেন মোস্তাফিজ। রোববার দলটির অধিনায়ক ও জাতীয় দল সতীর্থ নুরুল হাসান সোহান বলেছেন, আইপিএল থেকে বাদ পড়ার হাওয়া গায়ে লাগাননি মোস্তাফিজ, আছেন বিন্দাসই।
মঙ্গলবার সিলেটে বিপিএলের কোন ম্যাচ নেই। অনুশীলন করেছে রাজশাহী ওয়ারিয়র্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস। সিলেট টাইটানসও ঐচ্ছিক অনুশীলন করেছে। ঢাকার হয়ে সংবাদ সম্মেলনে আসেন জাতীয় দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার মতে, ফিজ বাংলাদেশের বড় সম্পদ। জানালেন, আইপিএল থেকে বাদ পড়ার কেমন প্রতিক্রিয়া ছিল বাঁহাতি পেসারের।
সাইফউদ্দিন বললেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য বড় একটা সম্পদ। গত ম্যাচে রংপুর রাইডার্সের সাথে খেলার পর আমরা ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমরা যতটা চিন্তিত ছিলাম, ওকে দেখে মনে হল অনেক রিল্যাক্স। সবসময় গান শোনে, রিল্যাক্স থাকে। ও যখন এতো রিল্যাক্স, তখন আমাদের চিন্তার কিছু নেই।’
রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে আসেন তানজিম হাসান সাকিব। জাতীয় দলের তারকা পেসার মনে করছেন, রাজনীতির বলি হলেন ফিজ। ক্রিকেটে রাজনীতি চান না তিনি। বলেছেন, ‘কেন ওনাকে সরালো এটা আমরা কেউ জানি না। হয়তো রাজনৈতিক ইস্যু হতে পারে। ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো।’
মোস্তাফিজকে বিনয়ী এবং সাহায্যকারী সতীর্থ আখ্যা দিয়েছেন তানজিম। বলেছেন, ‘উনি মানুষ হিসেবে খুব বিনয়ী, খুব হেল্পফুল মানুষ। উনি মজা করেন সবার সাথেই, ড্রেসিংরুমের ভেতর মজা করেন। খুব মজাদার চরিত্র বলা যায়।’
মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে, মনে করেন তানজিম। বলেছেন, ‘ফিজ ভাই শুরু থেকেই ভালো বোলিং করে আসছেন। জাতীয় দলে বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ভালো বোলিং করেছেন। উনি ওনার স্ট্রেন্থের জায়গা থেকে কখনও সরেন নাই, একারণে উনি এতো সফল। এটা আমরা খুবই উপভোগ করি এবং ওনার থেকে শেখার আছে অনেককিছু।’









