শনিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে চলতি মৌসুমের শেষ ম্যাচে খেলেছিলেন মোস্তাফিজুর রহমান। বল হাতে ৩ উইকেট নিয়েছিলেন। আলো ছড়ানোর ম্যাচেই বাম হাতের বুড়ো আঙুলে চোট পান টাইগার পেসার। তাতে পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন তিনি। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন পেসার খালেদ আহমেদ।
রোববার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়ার কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আঙুলে চোটের কারণে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা মোস্তাফিজের চোট নিয়ে বলেছেন, ‘গতকাল আইপিএলে তার শেষ ম্যাচ খেলার সময় মোস্তাফিজের বাম হাতের বুড়ো আঙুলে ক্লিপ ফ্র্যাকচার হয়েছে। এই আঘাতের জন্য বিশ্রাম এবং পুনর্বাসনের প্রয়োজন। আমাদের বর্তমান মূল্যায়ন অনুসারে, আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য নির্বাচনের জন্য অনুপলব্ধ থাকবেন তিনি। তার পুনরুদ্ধারের অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য আমরা দুই সপ্তাহ পরে একটি ফলো-আপ মূল্যায়ন করব।’
পাকিস্তান সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২৮ মে সিরিজের প্রথম ম্যাচ গড়াবে। ৩০ ও ১ জুন গড়াবে বাকি দুটি ম্যাচ। তিনটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।









