ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে চেন্নাই সুপার কিংসের সাথে দারুণ লড়াই করে তাকে নিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি কোন খেলোয়াড়ের মধ্যে এটিই সর্বোচ্চ দাম পাওয়া।
৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মোস্তাফিজ পাবেন বাংলাদেশি টাকায় ১২ কোটি ৩৬ লাখ টাকার বেশি। এরআগে তিনি মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলেছিলেন। আইপিএলে আগে বিভিন্ন দলে খেললেও এই প্রথম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোস্তাফিজ।
আইপিএলের ইতিহাসে আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন বাংলাদেশিদের মধ্যে সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ২০০৯ সালে ৬ লাখ ডলারে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তারপর ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ২০২১ সালে ৪ লাখ ৩৮ হাজার ডলারে দলে টেনেছিল কলকাতাই।
২০২২ সালে মোস্তাফিজুর রহমান সর্বোচ্চ ২ লাখ ৬৬ হাজার ডলারে বিক্রি হয়েছিলেন দিল্লি ক্যাপিটালসে। এবার কলকাতায় সর্বোচ্চ দামে বিক্রি হলেন বাঁহাতি কাটার মাস্টার।









