বাংলাদেশিদের মধ্যে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল নিলাম থেকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টাইগার তারকা পেসারকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে কেকেআরকে অনুরোধ করেছে ভারতের ক্রিকেট বোর্ড। ফ্র্যাঞ্চাইজিটিকে বিকল্প খেলোয়াড় নেয়ার অনুমোদনও দিয়েছে বিসিসিআই।
গত কিছুদিন বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল থেকে বাদ দেয়ার দাবিতে আন্দোলন করে আসছে ভারতের কট্টরপন্থী কয়েকটি সংগঠন। শেষঅবধি বিসিসিআই মোস্তাফিজকে ছেড়ে দিতে বলেছে শাহরুখ খানের দলকে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি জানিয়েছেন গণমাধ্যমে। বলেছেন, বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেবজিৎ বলেছেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার অনুরোধ করেছে। তারা যদি খেলোয়াড় পরিবর্তন করতে চায়, বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেয়ার সুযোগ দেয়া হবে। বিসিসিআইয়ের পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে।’









