টেসলার প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খুব কাছাকাছি অবস্থান করছেন বলে জানা গেছে। এতই কাছে যে ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটের একটি বাড়িতে বসবাস করছেন তিনি। আর এর ভাড়া বাবদ প্রতি রাতে গুণতে হচ্ছে দুই হাজার ডলার।
বুধবার (১ জানুয়ারি) নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন সূত্রে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো এস্টেটের এই বাড়িতে অবস্থান করছেন মাস্ক।
প্রতিবেদনে বলা হয়, টেক বিলিয়নিয়ার ইলন মাস্ক বর্তমানে ফ্লোরিডার পাম বিচে অবস্থিত নবনির্বাচিত প্রেসিডেন্ট মার-এ-লাগোর ভেতরের একটি কটেজ ভাড়া নিয়ে থাকছেন।
নিউইয়র্ক টাইমস জানায়, মাস্ক এখন মার-এ-লাগোর ‘ব্যানিয়ান’ নামে পরিচিত একটি কটেজে অবস্থান করছেন। এটি মূল বাড়ি থেকে মাত্র কয়েক শ ফুট দূরে।
তার এই ঘরের সাথে পরিচিত এমন একজন জানান, এই কটেজে থাকার খরচ প্রতি রাতে অন্তত ২ হাজার ডলার।
প্রতিবেদন বলছে, এই ব্যবস্থাটি ট্রাম্পের উপর মাস্কের উল্লেখযোগ্য প্রভাবকে তুলে ধরে। এর মাধ্যমে নৈশভোজ এবং নীতিগত আলোচনাসহ নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে ঘন ঘন দেখা করার অনুমতি দেয়া হয়।









