বাংলাদেশের বিশ্বকাপ বর্জন নিয়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড়। এ সময় সবচেয়ে বেশি পাশে থাকছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দেশটির খেলোয়াড়রা। কেউ পক্ষে বলছেন, কেউ বিপক্ষে। কিন্তু ব্যাপারটিতে কোন কথা বলতে চান না বাংলাদেশের সাবেক স্পিন কোচ পাকিস্তান কিংবদন্তি সাকলায়েন মোস্তাক।
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে মোস্তাক রাজনীতিকে ধুয়ে দিয়েছেন। বলেছেন, এটি মানবতা এবং ক্রিকেটীয় বিশ্বাস ও সম্পর্কের জন্য ক্ষতিকর। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এমন মন্তব্য করেছেন তিনি।
বলেছেন, ‘আমার বিশ্বাস রাজনীতি দূর করে দেয়া উচিত, যা মানবতার জন্য ক্ষতিকর। রাজনীতি আমাদের শত্রু এবং এটা শুধু আমাদের ক্রিকেটকে ক্ষতি করছে না, পুরো মানবতাকেও। এটা খেলা ও খেলোয়াড়দের জন্য ক্ষতিকর। ক্রিকেট মানে জাতিকে এক করা, দূরে সরিয়ে দেয়া নয়।’
‘ক্রিকেট হল বিনোদন, যুদ্ধ বা যুদ্ধক্ষেত্র নয়। আমি ভারতে হতে চলা বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে কিছু বলতে চাইছি না। কারণ ইতিমধ্যেই স্পষ্ট করেছি রাজনীতি বিশ্বাস করি না।’
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে ভারত থেকে ম্যাচের ভেন্যু শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি। আইসিসি তা আমলে না নিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে স্থলাভিষিক্ত করেছে। বিশ্বকাপের ফাঁকা সময়ে এখন বিকল্প টুর্নামেন্ট আয়োজনের চিন্তা করছে বিসিবি।









