চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়ে ফিরেছে বাংলাদেশ। বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট এসেছে ঝুলিতে। ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে লাগার মতো। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরাও নামের সুবিচার করতে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর দুজনের অবসরের বিষয়টি আলোচনায় আসছে। তারা কেউ অবশ্য সে বিষয়ে মুখ খোলেননি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের খেলা না খেলার বিষয়টি ঠেলে দিয়েছে নির্বাচকদের কোর্টে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে মুশফিক রানের খাতা খুলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে ফিরেছেন ২ রানে। মাহমুদউল্লাহ খেলেছেন এক ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, আউট হন ৪ রান করে। টি-টুয়েন্টি ও টেস্টকে আগেই বিদায় বলে দিয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিক টি-টুয়েন্টিকে বিদায় বললেও খেলছেন টেস্ট ও ওয়ানডে। মাহমুদউল্লাহর পাশাপাশি মুশফিকের ওয়ানডেতে খেলা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে দুজনের সাথে কথা বলার প্রয়োজনীয়তা দেখছেন বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
সোমবার বোর্ডের ১৮তম সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এমন জানান নাজমুল আবেদীন। বলেছেন, ‘ওরা অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবে ক্যারিয়ার শেষ করার। ওদের সঙ্গে কথা বলব, ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলোচনা হবে।’
২০২৭ সালে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বমঞ্চের পরিকল্পনায় দুজন আছেন কিনা এমন প্রশ্নে নাজমুল আবেদীন বলেছেন, ‘এটা খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি। এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।’
ক্যারিয়ারের শেষদিকে থাকা মুশফিক-মাহমুদউল্লাহ নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকবেন কিনা এমন প্রশ্নও এসেছিল। এড়িয়ে গেছেন নাজমুল আবেদীন। বলেছেন, ‘আমি এই মুহূর্তে এটা নিয়ে কথা বলতে পারছি না।’









