বাংলাদেশ জার্সিতে ৯৮ টেস্ট খেলে ফেলেছেন মুশফিকুর রহিম। আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে শততম টেস্ট খেলতে পারেন টাইগার তারকা। মাইলফলকের ম্যাচটি হতে পারে হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলায়।
নভেম্বরে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট শুরু। ১৯ নভেম্বর দুদল মিরপুরে মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে। দুটি টেস্টেই মুশফিক খেললে ছুঁয়ে ফেলবেন প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক।
২০০৫ সালে ১৮ বছর বয়সে লর্ডসে অভিষেক হয়েছিল মুশফিকের। টেস্টে বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে ৬ হাজারের বেশি রান করেছেন। ১২ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ১৮১ ইনিংসে করেছেন ৬,৩২৮ রান। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তার অপরাজিত ২১৯ রান বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দুটি খেলার পর ৩ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে এবং ২ ডিসেম্বর মিরপুরে খেলবে দুদল।









