জাতীয় দলের সাবেক অধিনায়ক-উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম কন্যা সন্তানের বাবা হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি ও নবজাতক দুজনেই বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে আছেন। ঘরে দ্বিতীয় সন্তান আসার খুশির খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন মুশফিকুর রহিম।
সোমবার করা পোস্টে মুশি লেখেন, ‘আসসালামুয়ালাইকুম সবাই। আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় মেয়ে সন্তানের বাবা হয়েছি। মা ও শিশু উভয়েই নিবিড় পর্যবেক্ষণে আছেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর মন্ডির সঙ্গে বিয়ে হয় মুশফিকের। সাড়ে তিন বছর পর তাদের ঘরে আলো ছড়িয়ে আসে প্রথম সন্তান, ছেলের নাম মোহাম্মদ শাহরোজ রহিম মায়ান।
রোববার এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরেছেন মুশফিক। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটি নেন ৩৬ বর্ষী তারকা। ১৫ সেপ্টেম্বর বাংলাদেশের শেষ ম্যাচের আগেই কলম্বো ফিরবেন তিনি।







