Advertisements
তৃতীয় লিঙ্গের পলির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল রমজানের। কিন্তু একটা সময় পলিকে আর ভালো লাগছিল না তাঁর। চাইছিলেন বিচ্ছেদ, রাখতে চাচ্ছিলেন না কোন সম্পর্কই। কিন্তু এতদিনের প্রেমের এমন পরিণতি ঠিক মানতে চাইছিলেন না পলি। রমজান পরিকল্পনা করেন আর নয়, এবার পৃথিবি থেকেই চিরতরে বিদায় করে দিবেন তৃতীয় লিঙ্গের পলিকে।








