দর্শকের অত্যন্ত পছন্দের সিরিজ ‘মির্জাপুর’ সম্প্রতি ফিরেছে তাদের তৃতীয় সিজন নিয়ে। এবার এলো তৃতীয় সিজনের বোনাস পর্ব।
‘মির্জাপুর’ সিরিজটি প্রথম সিজন থেকেই ভক্তদের মাঝে সাড়া ফেলে দিয়েছিল। চলতি বছরে জুলাই মাসে মুক্তি পেয়েছে ‘মির্জাপুর ৩’। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজলের চমক থাকলেও দেখা মেলেনি দিব্যেন্দু শর্মার।
‘কালিন ভাইয়া’, ‘গুড্ডু ভাইয়া’র পাশাপাশি দিব্যেন্দুর ‘মুন্না ভাইয়া’ চরিত্রও গুরুত্বপূর্ণ এই গল্পে। তাই তৃতীয় সিজনে মুন্নার অনুপস্থিতি মেনে নিতে পারেননি দর্শকের একাংশ। তাদের মতে, এই চরিত্রটি না থাকায় পরিপূর্ণ হয়নি গল্প।
তাছাড়া আগের দু’টি সিজনের মতো এই সিজনে পঙ্কজের দৃশ্য খুব বেশি না থাকায় হতাশ দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিজার পোস্ট করেছে প্রাইম ভিডিও। সেটা জুড়ে কেবল মুন্না ভাইয়া। দিব্যেন্দু শর্মাকে নিয়েই তৈরি বোনাস পর্ব। সিজন ৩-এর বোনাস পর্ব গতকাল মুক্তি পেয়েছে।
উত্তর প্রদেশের এক শহরতলি মির্জাপুরের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজের মূল চরিত্রের নাম কালীন ভাইয়া। এই চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী।
সূত্র: এনডিটিভি









