২০২৭ সাল থেকে টেস্ট ক্রিকেটকে দুই স্তরে ভাগ করে খেলতে চায় ‘বিগ থ্রি’ তথা তিন মোড়ল- অস্ট্রেলিয়া, ভারত এবং ইংল্যান্ড। যাতে প্রথম সাত দল প্রথম স্তরে এবং বাকি পাঁচ দল দ্বিতীয় স্তরে খেলবে। আইসিসির এমন পরিকল্পনা হতাশাজনক, বলছেন বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুমিনুল হক।
অস্ট্রেলিয়ার সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে এসেছে- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শিগগিরই এটি নিয়ে আলোচনায় বসতে চলেছে। পরিকল্পনায় বড় তিন দল নিজেদের মধ্যে এখানকার চেয়ে বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে।
আইসিসির এমন পরিকল্পনা নিয়ে গণমাধ্যমে সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘আমার কাছে এটি হতাশাজনক। সত্যি বলতে আমি কোনো দলকে ছোট করছি না, কিন্তু নিশ্চিত নই যে পরের স্তরে কী প্রক্রিয়া অনুসরণ করা হবে। আমি নিশ্চিত নই যে আমরা দ্বিতীয় স্তরে ভালো খেললে প্রথম স্তরে যেতে পারব কিনা।’
‘আমি মনে করি এতে টেস্ট ম্যাচের সংখ্যা কম হবে, যা টেস্ট খেলোয়াড়দের জন্য খুবই হতাশাজনক এবং মনে হয় না সেটা আমাদের জন্য ভালো হবে। সত্যি কথা বলতে যদি আমরা ভালো দলের বিপক্ষে না খেলি, তাহলে আমাদের খেলার উন্নতি হবে না। ভালো এবং কঠিন দলের বিপক্ষে খেলতে না পারলে একই স্তরে থেকে যাবেন।’
মুমিনুল আরও বলেছেন, ‘যখন একটি ভালো দলের বিপক্ষে খেলবেন, তখন চেষ্টা করবেন কীভাবে নিজের আরও ভালো করা যায়। তাদের সাথে খেলার কারণে আপনার খেলার কী অবস্থা এবং সেটাকে কোথায় নিয়ে যেতে চান সেগুলো বুঝতে পারবেন। এটা ঘটলে টেস্ট ক্রিকেটের মান কমে যাবে। কারণ টেস্ট কম হবে এবং মান কম হলে খেলোয়াড়রা সাদা বলের ক্রিকেটের দিকে ঝুঁকবে।’









