শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর কোচদের সঙ্গে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসান পাপন। দলের খেলোয়াড়দের সমস্যা বের করে সমাধানের প্রেসক্রিপশন চেয়েছেন বিসিবি সভাপতি। পাশাপাশি টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসবেন বলেও জানালেন।
সবশেষ সাত ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি মুমিনুল। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে চার ইনিংসে তার সর্বোচ্চ রান ৯। পাশাপাশি নেতৃত্বেও যথেষ্ট ইতিবাচক দেখা যাচ্ছে না তাকে। অধিনায়কত্বের চাপেই রান করতে ভুলে গেলে কিনা মুমিনুল, এমন প্রশ্নও উঠেছে।
নাজমুল হাসান অবশ্য জানিয়ে দিলেন অধিনায়কত্ব নিয়ে তারা দুর্ভাবনায় নেই। ভাবনা কেবল অধিনায়কের রানে ফেরা নিয়ে, ‘ওর নেতৃত্ব নিয়ে যে আমরা খুব বেশি চিন্তিত তা না। সমস্যাটা হচ্ছে ওর ব্যাটিং নিয়ে, রান পাচ্ছে না। এটা তো চিন্তার ব্যাপারই। একটা ক্যাপ্টেন যখন পারফর্ম করে না তখন তার উপর কী রকমের চাপ পড়ে চিন্তা করেন। মানসিক চাপটা কী। আমরা এখন এটাই আশা করতে পারি ও তাড়াতাড়ি রানে আসবে।’
‘আমি ওর সাথে আজকে একটু ব্রিফে বসেছিলাম। কাল-পরশু ওর সাথে বসবো লম্বা ডিসকাসনে। বসি, তারপর দেখি ও কী মনে করে। তারপর আমরা ফাইন্ড আউট করব।’







