গোড়ালির অস্ত্রোপচার থেকে সেরে ওঠায় মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডে যোগ দেবেন সূর্যকুমার যাদব। ভারতীয় তারকা ব্যাটারের শুক্রবার দলের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগদান করবেন। ফিটনেস ফিরে পেতে তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে ছিলেন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে রোববারের ম্যাচে ৩৩ বর্ষী ক্রিকেটার খেকার জন্য ফিট থাকবেন কিনা, তা এখনও নিশ্চিত নয়। গোড়ালির চোট ছাড়াও তিনি হার্নিয়া সমস্যায় ভুগছিলেন। যার ফলে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েন।
সূর্যকুমার গত বছরের ডিসেম্বরে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। জোহানেসবার্গে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে ৫৬ বলে ১০০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন। সেই ম্যাচেই তিনি গোড়ালির চোটে পড়েন।
জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে। টিম ইন্ডিয়ার এর আগে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। দলে জায়গা পেতে হলে তাই সূর্যকুমারকে আইপিএলে পারফর্ম করার চ্যালেঞ্জটা নিতে হবে।
আইপিএলে মুম্বাইয়ের এবারের আসরটা মোটেও ভালো যাচ্ছে না। টেবিলের তলানিতে থাকা দলটি তিন ম্যাচে এখনো কোনো খেলায় জয়ের দেখা পায়নি।







