ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের পর বিভিন্ন স্থানে ধোঁয়া উঠতে দেখা যায়, যার মধ্যে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাও রয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর কেন্দ্রে অবস্থিত সামরিক বিমানঘাঁটি ‘লা কার্লোটা’ এবং দেশের প্রধান সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’ ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় স্থানে বিস্ফোরণের দৃশ্য ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার পর কারাকাসের পার্শ্ববর্তী কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একই সঙ্গে শহরের আকাশে বিমান চলাচলের খবরও পাওয়া গেছে, যদিও এ বিষয়ে সরকারি কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে স্পিডবোট লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে।
ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশজুড়ে মাদক পাচারের সঙ্গে জড়িত। তবে এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে কারাকাস।
ভেনেজুয়েলা সরকার বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পদক্ষেপ—এর মধ্যে ভেনেজুয়েলার তেল বহনকারী ট্যাঙ্কার জব্দ করার ঘটনাও রয়েছে—প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার কৌশলের অংশ।
সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজধানী কারাকাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে। বিস্ফোরণ ও আঞ্চলিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।









