লেবাননের রাজধানী বৈরুতের বিভিন্ন এলাকায় শনিবার (২৩ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৬৩ জন।
আল জাজিরা জানিয়েছে, বৈরুতের মধ্যাঞ্চল এবং উত্তর ও দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন এলাকায় কয়েকদফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একটি আবাসিক ভবনে ছয়টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে পুরো ভবন ধসে পড়েছে। এ হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে।
অপর একটি হামলায় ৪ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে অন্তত ৩ হাজার ৬৪৫ জন নিহত হয়েছেন।
এছাড়া গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।
হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনাসদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি।
গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে ১৫ হাজার লেবানিজ।









